লকডাউন না চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলুন : চাঁদপুর জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৩ years ago

লকডাউন না চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলুন বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ভিডিও বার্তায় জেলা প্রশাসক বলেন, ‘সবাই জানেন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতোমধ্যে কঠোর লকডাউন দেয়া হয়েছে। ঢাকার আশেপাশে সাতটি জেলাকে লকডাউন করা হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চাঁদপুরেও করোনার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে।’

তিনি বলেন, ‘চাঁদপুরের করোনা পরিস্থিতি আমরা ভালো করতে পারছি না। প্রতিদিনই সংক্রমণের হার ২০ শতাংশের ওপরে। পরিস্থিতি যদি এমন চলতে থাকে তাহলে চাঁদপুরকেও লকডাউনের আওতায় নিয়ে আসতে হবে।’

এসময় জনগণকে অনুরোধ জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, ‘আমরা লকডাউনের মতো পরিস্থিতিতে যেতে চাই না। লকডাউন সবার জন্য কষ্টকর পরিস্থিতির সৃষ্টি করে। তাই আপনারা সব ধরনের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গণজমায়েত এড়িয়ে চলুন। খুব বেশি প্রয়োজনীয় কাজ না হলে ঘরে অবস্থান করুন। মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনে রাস্তায় চলাচল করুন।’ এসময় চাঁদপুরবাসীর সুস্বাস্থ্য কামনা করেন তিনি।