প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ১:৫২ অপরাহ্ণ
লকডাউন কার্যকর করতে নদীতে নৌ ব্যারিকেড
চীনের উহান থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় এর বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে নৌপথে নৌ ব্যারিকেড স্থাপন করেছেন নৌ পুলিশ।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ধলেশ্বরী নদীতে নৌ ব্যারিকেড স্থাপনের মাধ্যমে ঢাকা থেকে বরিশাল, চাঁদপুর ও কিশোরগঞ্জ যাওয়ার সময় ২৫টি যাত্রীবাহী ট্রলারে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫৯ জনকে জিজ্ঞাসাবাদের পর পুশব্যাক করা হয়। এছাড়া ৬টি ট্রলারে ১৮৮ জন ধানকাটা শ্রমিক ও ৩টি ট্রলারে ৪৫ জন ব্যবসায়ীকে যাচাই- বাছাই করে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সরকারি কাজে ব্যবহৃত নৌযান ও পণ্য পরিবহনকারী (লোড/আনলোড) সব নৌযান ছাড়া যাত্রী পরিবহনকারী সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন নৌপথে নৌ পুলিশ নৌ ব্যারিকেড স্থাপনের মাধ্যমে লকডাউন কার্যকর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের নির্দেশে লকডাউন শুরু হওয়ার পর থেকেই নৌ পুলিশ নৌ ব্যারিকেড স্থাপনের মাধ্যমে যাত্রীবাহী ট্রলারকে পুশব্যাক করা হচ্ছে। লকডাউন চলা সময় পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় তিনি যাত্রীবাহী ট্রলারে উপস্থিত সব যাত্রীদের করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং প্রত্যেককে মাস্ক দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com