প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ৪:৫৫ পূর্বাহ্ণ
লকডাউনের প্রথমদিনে পিরোজপুরের বাজারসহ বিভিন্ন স্থানে চলছে ঢিলেঢালা
কঠোর লকডাউনের প্রথম দিনে পিরোজপুর জেলায় বিভিন্ন উপজেলার বাজারসহ বিভিন্ন স্থানে চলছে ঢিলেঢালা লকডাউন।
আজ শুক্রবার কঠোর লকডাউনের প্রথমদিনে শহরের সদররোড সহ বাজারগুলেতে ঈদের ঘরমুখি মানুষের উপচে পড়া ভীর ছিলো চেখে পড়ার মত।
বাজারের ক্রেতা বিক্রেতা কেউই তেমন মানছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। তবে জেলা সহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালতে কার্যক্রম চলমান আছে বলে জানান জেলা প্রশাসন।
শধু পিরোজপুর শহরের বাজারই নয় মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ইন্দুরকানী উপজেলার বাজারগুলোতেও রয়েছে একই চিত্র।
বাজারে ক্রেতা বিক্রেতারা মানছে না লকডাউন ও স্বাস্থ্যবিধি। ব্যবসায়ীদের সচেতন করার কথা জানিয়েছেন জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, জেলার প্রত্যেক উপজেলায় একটি ও পিরোজপুর শহরে দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য মোবাইল কোর্ট টিম কাজ করে যাচ্ছে।
র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কঠোর লকডাউনেও যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com