র্যাব প্রতিষ্ঠার পর হতে মাদকদ্রব্য, জঙ্গী ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার
আসামী গ্রেফতারসহ রহস্য উদ্ধসঢ়;ঘাটনে র্যাব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২৯ নভেম্বর
২০১৮ তারিখ ০৪৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার
রূপসা থানাধীন আইচগাতি এলাকায় নলসিটি কলেজ ছাত্র রাকিব হোসেন এর হত্যা
মামলার এজাহার নামীয় পলাতক আসামী অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল আনুমানিক ০৭৩০ ঘটিকায় উক্ত এলাকা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ রায়হান (১৮), পিতা-
আইয়ুব আলী খান, সাং- সবুজবাগ, থানা- নলসিটি, জেলা- ঝালকাঠি বলে জানায়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরো স্বীকার করে যে, সে নলসিটি কলেজ ছাত্র রাকিব
হোসেন এর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী যার মামলা নম্বর ১১(১১)১৮
তারিখ ২২ নভেম্বর ২০১৮ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড।
মামলার ঘটনা সংক্রান্তে জানা যায় গত ২১ নভেম্বর ২০১৮ তারিখ সকাল ১১০০ ঘটিকার সময় সরকারী নলসিটি ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের সময় মামলার এজাহার নামীয়
আসামীরা কলেজ ছাত্র রাকীবকে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিঠিয়ে হত্যা করে।
উল্লেখ্য, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের ব্যাপারে র্যাবের অভিযান
অব্যাহত রয়েছে।