র‌্যাব-৮ বরিশাল এর অভিযানে ১ জন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

:
: ৬ years ago

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার,
মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ
নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ও শান্তি শৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে র‌্যাবের
অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ৬ জুলাই ২০১৮ তারিখে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি এর
একটি বিশেষ আভিযানিক দলটি বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় বিশেষ টহল ডিউটি
করাকালীন ৬ জুলাই ২০১৮ তারিখ ১২.১৫ ঘটিকায় আশোকাঠি ফিলিং ষ্টেশনের সামনে
অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন
গেরাকুল গ্রামস্থ্য গেরাকুল হইতে কাশেমাবাদ মার্কেটগামী পাকা সড়কের পূর্ব পাশে
জনৈক সালাম সরদারের পুকুরের দক্ষিণ পার্শ্বে অবৈধ অস্ত্রগুলিসহ ০১ (এক) ব্যক্তি অবস্থান
করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ০৬ তারিখ ১২.৪৫ ঘটিকায়
বরিশাল জেলার গৌরনদী থানাধীন গেরাকুল গ্রামস্থ্য গেরাকুল হইতে কাশেমাবাদ
মার্কেটগামী পাকা সড়কের পূর্ব পাশে জনৈক সালাম সরদারের পুকুরের দক্ষিণ পার্শ্বে
উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর প্রাক্কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘেরাও পূর্বক ০১ জনকে
আটক করি। উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় তাকে দৌড়ে পালানোর কারণ ব্যাপক জিজ্ঞাসাবাদে
এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে।

উপস্থিত স্বাক্ষীগণ এর উপস্থিতিতে উক্ত আসামী মোঃ সরোয়ার প্যাদা(৫৬) এর পরিহিত লুঙ্গির
ডান পাশের পিছনের কোমরে গোজা অবস্থায় ০১(এক) টি খয়েরী রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত
ম্যাগাজিন সংযুক্ত বিদেশী পিস্তল, যা বাটসহ লম্বা অনুমান ০৮ ইঞ্চি, যার ট্রিগার ও ফায়ারিং
পিন সংযুক্ত, যার গায়ে ইংরেজী বড় হাতের অক্ষরে খোদাই করা গঅউঊ ওঘ টঝঅ লেখা আছে,
এছাড়াও তার পরিহিত হাফ হাতা শার্টের সামনের বাম পাশের বুক পকেট হতে একটি খালী
ম্যাগাজিন, যার দৈর্ঘ্য ০৪ ইঞ্চি, প্রস্থ ০১ ইঞ্চি এবং (০৪) চারটি পিস্তল এর গুলি, যার
প্রত্যেকটির পিছনে লেখা অস্পষ্ট এবং প্রত্যেকটি গুলির পিছনে ফায়ারিং পিনের আঘাতের চিহ্ন
থাকা অবস্থায় আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করে। সর্বমোট (১) একটি
বিদেশী পিস্তল, (২) দুইটি ম্যাগাজিন এবং (৩) পিস্তল এর ০৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
৩। সর্বমোট (১) একটি বিদেশী পিস্তল, (২) দুইটি ম্যাগাজিন এবং (৩) পিস্তল এর ০৪
রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ধৃত আসামীকে তার নাম মোঃ মোঃ সরোয়ার প্যাদা(৫৬), পিতাঃ
মৃত আজাহার প্যাদা, সাং- মিয়ারচর, ডাকঃ হোসনাবাদ, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল বলে
জানায়।

উক্ত অস্ত্র এবং গুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদে সে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে
পারেনি। তার বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকিনি থানা ও বরিশাল জেলার গৌরনদী থানায়
ইতিপূর্বে ধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা আছে বলে জানা যায়। সে বিভিন্ন
সময়ে এলাকাতে অস্ত্র দেখিয়ে মানুষকে বিভিন্ন প্রকার হুমকি ও নানা রকম সন্ত্রাসী
কর্মকান্ড চালিয়েছেন। আসামী বড় ধরণের নাশকতা অথবা অপরাধ সংঘটনের জন্য এই অবৈধ
অস্ত্র মজুদ করেছে। র‌্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র‌্যাব-৮,
বরিশাল সিপিএসস্#ি৩৯;র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায়
একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।