র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৭ জুন আনুমানিক ১৭.০০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পতিতালয় এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক সেবী ১। ইকরামুল হক(৩৮), পিতাঃ মৃত আলী শেখ, সাং পোড়াভিটা, থানা-গোয়ালন্দ, জেলাঃ রাজবাড়ী, ২। আশিক মাতুব্বর(২২), পিতা-লিটন মাতুব্বর, সাং-পূর্বরাস্তি, থানা-মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুর, ৩। হাসেম আলী বিশ্বাস(৪৩), পিতাঃ মৃত বিষু বিশ্বাস, সাং-বাগদুল, থানাঃ পাংশা, জেলাঃ রাজবাড়ী, ৪। আসলাম শেখ(৩২), পিতাঃ জয়নাল শেখ, সাং-উত্তর দৌলতদিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী, ৫। মোঃ শাহিন(৪০), পিতাঃ মৃত শাহজাহান, সাং-তেওতা মালচী, থানাঃ শিবালয়, জেলাঃ মানিকগঞ্জ, ৬। মিলন(২২), পিতাঃ গোবিন্দ, সাং-কালিবাড়ী, থানাঃ মানিকগঞ্জ সদর, জেলাঃ মানিকগঞ্জ-দেরকে আটক করে।
এ সময় ০৬ জন মাদক সেবীর নিকট হতে সর্বমোট ১২০ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব শেখ আব্দুল্লাহ সাদীদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়ালন্দ, রাজবাড়ী এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯ (১) এর ৯ (ক) ধারা মোতাবেক আটক ০৬ জন মাদকসেবীর প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।