বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে দেশী/বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১১ আগষ্ট ২০১৮ তারিখ পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাস্থ মঠবাড়িয়া হতে চরখালী সড়ক সংলগ্ন ০২ টি পাকা পিলার বিশিষ্ট ্য়ঁড়ঃ;হেতালিয়া নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়্য়ঁড়ঃ; এর প্রধান গেইট এর সাথে রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১১ আগষ্ট ২০১৮ তারিখ আনুমানিক ১৯.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ বেল্লাল হোসেন(২১), পিতাঃ আবুল হোসেন, সাংঃ হেতালিয়া, থানাঃ ভান্ডারিয়া, জেলাঃ পিরোজপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মোঃ বেল্লাল হোসেন(২১) এর পরিহিত নীল সাদা রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে একটি স্বচ্ছ সাদা পলিপ্যাকের মধ্যে রক্ষিত ৪৭(সাতচল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসস্ ৩৯;র ডিএডি মোঃ নুর উদ্দিন বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com