র‌্যাব-৮ এর অভিযানে পিরোজপুরে জেএমবি’র ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

:
: ৬ years ago

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে
আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর
নিয়মিত অভিযানের ফলে জঙ্গী/উগ্রপন্থী দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমান
সময়ে বাংলাদেশের জঙ্গী/উগ্রপন্থী গোষ্ঠী সমূহ আগের মত শক্তিশালী না থাকলেও গোপনে তারা
যেন পুনরায় সংগঠিত না হতে পারে তার জন্য র‌্যাব সদা জাগ্রত। এর প্রেক্ষিতে গোয়েন্দা
নজরদারীর মাধ্যমে র‌্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গী/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং
এদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর আভিযানিক দল অভিযান
পরিচালনা করে ২৮ নভেম্বর ২০১৮ তারিখে পিরোজপুর সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড হতে
জেএমবির ০১ জন সদস্যকে গ্রেফতার করে ঃ
ক। নামঃ মোঃ নূরুল ইসলাম @ নূরু(৪৫), পিতাঃ মৃত সাহেব আলী, সাং- অরিন মঞ্জিল,
পুরাতন বাজার মেইন রোড, থানাঃ বাগেরহাট সদর এবং জেলাঃ বাগেরহাট।

গ্রেফতারকৃত মোঃ নূরুল ইসলাম @ নূরু পেশায় একজন স্যানিটারী মিস্ত্রী। তাকে
জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে, সে জেএমবির একজন সক্রিয় সদস্য। মোঃ নুরুল
ইসলাম @ নুরু স্যানিটারী মিস্ত্রীর কাজের পাশাপাশি ২০১৪ সালে সাকিব @ তারিক এর
মাধ্যমে জেএমবির উগ্রপন্থী কর্মকান্ডে উদ্বুদ্ভ হয়। পরবর্তীতে (১) নাজমুল @ উকিল, (২)
মানিক ব্যাপারী, (৩) আতিকুর রহমান শাওন @ বাবু, (৪) অলিউর রহমান @ মিরাজসহ অনেকের
সাথে গোপন বৈঠকে মিলিত হয় এবং জেএমবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হয়।

সে জেএমবির সামরিক শাখার একজন সদস্য। সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং হুজুরের নির্দেশে
উগ্রপন্থী কর্মকান্ড পরিচালনায় সদা প্রস্তুত থাকে। সাম্প্রতিক সময়ে তার সহযোগীদের বেশ
কয়েকজন গ্রেফতার হওয়ায় সে বর্তমানে নিজেই সংগঠকের ভুমিকা পালন করছে।
গ্রেফতারকৃত বিভিন্ন জংগীদের বক্তব্যে তার নাম এসেছে। সে বিভিন্ন সময়ে দেশের
বিভিন্ন স্থানে তার সহযোগীদের সাথে সাক্ষাত করে। উল্লেখ্য, সে বিএমপি বরিশাল কোতয়ালী
থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামীয় আসামী।

গ্রেফতারকৃত মোঃ নূরুল ইসলাম @ নূরু বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।