জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসি টিভি ক্যামেরা) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও হলে নবীন শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের নির্যাতন (র্যাগিং) বন্ধে আবাসিক হলগুলোর প্রধান প্রবেশদ্বার সংলগ্ন এলাকা এবং গেস্টরুমে সিসি টিভি স্থাপন করা হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘রোববার অনুষ্ঠিত প্রাধ্যক্ষ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষে জরুরি ভিত্তিতে সকল হলের প্রধান প্রবেশদ্বার সংলগ্ন এলাকা ও গেস্টরুমে সিসি টিভি স্থাপন করা হবে। এজন্য প্রতিটি হলকে ৬০ হাজার টাকা করে দেয়া হবে।’
এছাড়া স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যেই শিক্ষার্থীদেরকে হল ছাড়তে হবে বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজান ইসলাম বলেন, ‘প্রাধ্যক্ষ কমিটির একটা বৈঠক হয়েছে। সেখানে শিক্ষকরা নিজেদের উপস্থিতি ও পর্যবেক্ষণের মাধ্যমে র্যাগিং নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন। হলগুলোর করিডোর, কমনরুম ও গণরুমের সামনে দরজায় সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণরুমে কে ঢুকছে, কে বের হচ্ছে এসব তথ্য আমরা নেব।’