মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে সর্বস্থরের আলেম-ওলামা তৌহিদী জনতা। সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে আলেম-ওলামা তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ চলাকালে মিয়ানমারের নেত্রী অং সান সূচির কুশপুত্তলিকা দাহ করা হয়।
সর্বস্থরের আলেম-ওলামা তৌহিদী জনতার বরিশাল বিভাগীয় আহ্বায়ক মাওলানা ওবায়েদুর রহমান মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নগরীর গোরস্তান রোড আব্দুল মান্নান ডিডিএফ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম, হরিনাফুলিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল খালেক সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশে আগত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানান তারা। পাশাপশি, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপসহ এই সকল মানবতা বিরোধী হত্যাকাণ্ড, নির্যাতন ও ধর্ষণের বিচার দাবি করেন তারা। সমাবেশ একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com