সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ববাসীর নজর কেড়েছে- যা প্রশংসনীয়। রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সাক্ষাৎকালে একথা বলেন তিনি।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট স্বাগত জানিয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নবদিগন্তের সূচনা করেছেন। জাতিসংঘে তার প্রস্তাবিত পাঁচ দফার আলোকেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রক্রিয়া চলমান। এখন রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন ও পুনর্বাসনে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আর্ন্তজাতিক জনমত তৈরি ও মানবতা লংঘনের বিরুদ্ধে সোচ্চার হতে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন। এর মধ্যে কক্সবাজারের কুতুপালং এ রোহিঙ্গাদের মানবেতর জীবন-যাপন সরেজমিনে পরিদর্শন করায় তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়ে সুইস প্রেসিডেন্ট অ্যালেন বেরসে বলেন, রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরণীয় এবং অর্থনৈতিক বিভিন্ন সূচকে ও দারিদ্র বিমোচনে এদেশের অগ্রগতি লক্ষ্যনীয়। ১৩৬ তম আইপিইউ এবং ৬৩ তম সিপিসি সম্মেলন সফলভাবে আয়োজন করে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে। উভয় সম্মেলন কৃতিত্বের সাথে নেতৃত্ব দেয়ায় তিনি স্পিকারেরর ভূয়সী প্রশংসা করেন। এসময়ে তিনি দুই দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে অতিথিপরায়ন ও আন্তরিকতার উল্লেখ করেন তিনি।
সংসদ ভবন পরিদর্শন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট দুপুরে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। সংসদ ভবনে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন। এসময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন, চীফ হুইপ আ. স ম ফিরোজ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, হুইপ ইকবালুর রহমান, হুইপ মোঃ শাহাব উদ্দিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেষ্টাইন প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com