জুভেন্টাসের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রোনালদো বাইসাইকেল শটে যে গোলটি করেছেন তা অসাধারণ। রোনালদোর এই গোল দেখে যেই সুযোগ পেয়েছেন সেই প্রশংসা করেছেন। সে নিজ দলের কোচ, সতীর্থ কিংবা প্রতিপক্ষ দলের খেলোয়াড় যে হোক না কেন। কারো কাছে মাঠে দেখা সেরা গোল, কারো কাছে এই গোলে তার নাম লিজেন্ডের খাতায় উঠে গেছে ইত্যাদি। এমনিক রোনালদোও অভিভূত এই গোল করে।
জিনেদিন জিদান যেমন বলেছেন, ‘আমি রোনালদোদের কোচ আবার একজন ফুটবল ভক্ত। এমন গোল করতে দেখলে মাথায় হাত না উঠে পারে না।’ জিদান মনে করেন এমন গোল দেখলে তাকে টুপি খোলা অভিবাদন দেওয়া উচিত।
রোনালদোর কাছে কার্ডিফের ফাইনালের পর আবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হেরেছে জুভেন্টাস। শেষ হয়ে গেছে জুভদের চ্যাম্পিয়নস ট্রফি উচিয়ে ধরার স্বপ্ন। কিন্তু বুফনের মতে, যে গোল খেয়ে তার দল বিদায় নিয়েছে ওমন গোল হজম করাও গর্বের ব্যাপার। এছাড়া ম্যাচের তিন মিনিটের মাথায়ও রোনালদোর করা গোলটি চোখে লেগে থাকার মতো।
বুফন বলেন, ‘রোনালদোর কেবল ডিয়াগো ম্যারাডোনা, মেসি এবং পেলের সঙ্গে তুলনা হতে পারে। সেরা খেলোয়াড়টি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ করে দিয়েছে। আমার পক্ষে এই শিরোপা জেতা সম্ভব না।’
রোনালদোর রিয়াল সতীর্থ রাফায়েল ভারানে বলেন, ‘মাঠে দাঁড়িয়ে আমার দেখা সেরা গোল। আমরা তার সঙ্গে তার গোলটি উৎযাপন করতে পেরে খুশি।’ এছাড়া ভারানে জুভেন্টাসের বিপক্ষে সামনের ম্যাচের প্রতি মনোযোগ দিচ্ছে বলেও জানান। কিন্তু রিয়াল যে এক পা সেমিফাইনালে দিয়ে রেখেছে তা ভারানের কথাতেই স্পষ্ট। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ফাইনালে হলে খুবই ভালো হবে।’
রোনালদো দারুণ এই গোল করে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রতিপক্ষ সমর্থকদের সম্মান আদায় করে নিলেন। রোনালদো অনেক দলকে হারিয়েছেন। দেখিয়েছেন চোখ ধাঁধাঁনো অনেক খেলা কিন্তু এই প্রথম জুভেন্টাসের সমর্থকরা খেলা শেষে দাঁড়িয়ে রোনালদোকে অভিবাদন জানালেন। রোনালদো জুভ ভক্তদের এমন সম্মানে অভিভূত। তিনি বলেন, ‘এটা অসাধারণ এক গোল। আমি নিজেও ভাবিনি এমন গোল করবো। জুভেন্টাস সমর্থকদের ধন্যবাদ। তারা দারুণভাবে আমাকে সম্মান জানিয়েছেন। আমার ক্যারিয়ারে এমন আগে কখনো ঘটেনি।’