দুদিন আগেই ব্যালন ডি’অর জিতলেন। সমকক্ষ হলেন আরেক তারকা ফুটবলার মেসির। প্রাপ্ত সোনালি রংয়ের পুরস্কারগুলো নিয়ে বার্নাব্যুর দর্শকদের সামনে হাজির সিআরসেভেন। খানিকক্ষণ ফটোসেশন করলেন তিনি। আগেই নিজেকে ঘোষণা দিয়েছিলেন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে। এবার কথার প্রমাণ দিতেই সেভিয়ার মুখোমুখি হন তিনি। তাদের পেয়েই জ্বলে উঠলেন। আগের ১০ ম্যাচে মাত্র ২টি লিগ গোল করা রোনালদো শনিবারের লা লিগায় রিয়াল মাদ্রিদের উজ্জ্বল নক্ষত্র। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড করলেন ২ গোল, আরও ২টি গোলে রাখলেন পরোক্ষ অবদান। আলো ছড়ালেন মার্কো আসেনসিও-টনি ক্রুসরাও। তাতে রিয়াল মাদ্রিদ পেল বিশাল এক জয়।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া ম্যাচটি ৫-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেন নাচো ফের্নান্দেস, টনি ক্রুস ও আশরাফ হাকিমি।
ঘরের মাঠে এ নিয়ে সেভিয়ার বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতলো রিয়াল; লিগে নয়টি, কোপা দেল রেতে দুটি।সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই উজ্জীবিত রিয়াল। লিগের আগের তিন ম্যাচে দুটি গোলশূন্য ড্র ও একটি কষ্টে পাওয়া জয়ের স্মৃতি ভুলিয়ে দিলো তারা। আক্রমণাত্মক শুরু করা রিয়াল প্রথম দুই মিনিটে দুটি কর্নার আদায় করে নেয়। টনি ক্রুসের নেওয়া দ্বিতীয় কর্নারে বল সেভিয়ার ফরোয়ার্ড মুরিয়েলের গায়ে লেগে ছয় গজ বক্সের মধ্যে পেয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো।
রোনালদো প্রথমবার লক্ষ্যে শট নেন ১০ মিনিটে। কিন্তু তার মাটি কামড়ানো শটটি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। তবে পঞ্চম ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড তার তৃতীয় লিগ গোল ঠিক পেয়ে যান ২৩ মিনিটে। মার্কো আসেনসিওর দারুণ রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লিগে নিজের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
বিরতিতে যাওয়ার আগে ৩১ মিনিটে আরেকবার স্কোরশিটে নাম লেখান রোনালদো। মার্সেলোর শট ডিবক্সে দাঁড়ানো সেভিয়া ডিফেন্ডার হেসুস নাভাসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে রিকোকে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন বৃহস্পতিবার আইফেল টাওয়ারের চূড়ায় ব্যালন ডি’অর হাতে নেওয়া ফুটবলার। লা লিগা ও সব প্রতিযোগিতা মিলিয়ে সেভিয়ার বিপক্ষেই সবচেয়ে বেশি গোল করেছেন এই ফরোয়ার্ড। এবারের লিগে এই নিয়ে চতুর্থ গোল করলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ১৪টি।
তিন গোলের পর যেন আরো দুর্দান্ত রিয়াল। যদিও ৩৩ মিনিটে মদ্রিচকে রুখে দিয়ে তাদের চতুর্থ গোল আটকান রিকো। ৩৪তম মিনিটে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে রোনালদোর শূন্যে ঝাঁপিয়ে নেওয়া ভলি ঠেকিয়ে দেন গোলরক্ষক সার্জিও রিকো। তবে কিছুক্ষণ পর চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলে রিয়াল।৩৮ মিনিটে ক্রুসকে গোল বানিয়ে দেন ভাসকেস। চার মিনিট পর করিম বেনজিমার অ্যাসিস্টে রিয়ালের পঞ্চম গোল করেন আচরাফ হাকিমি। শেষ দুটি গোলে কিছুটা অবদান ছিল রোনালদোরও।
বিরতি থেকে ফিরে আর ৬৭ মিনিটে মার্সেলোর ক্রস থেকে ঠিক সময়ে হেড করেছিলেন বেনজিমা। কিন্তু রিয়াল ষষ্ঠ গোলবঞ্চিত হয় বল গোলপোস্টে লাগায়।এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো রিয়াল। পেছনে ফেললো নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার (৩৬) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমলো ৫ এ। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া দুই নম্বরে, এক ম্যাচ কম খেলেছে তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com