রোনালদোর গোলে ২৮ বছর পর সেমিফাইনালে আল-নাসর

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

দীর্ঘ ২৮ বছর পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ তথা কিং সালমান ক্লাব কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আল-নাসর। সোমবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরোক্কান ক্লাব রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে রোনালদো-ফোফানারা।

 

এদিন ম্যাচের ১৯ মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। এটা ছিল ২০২৩ সালে রোনালদোর ২২তম গোল এবং ক্যারিয়ারের ৮৪১তম। আর এই টুর্নামেন্টে তার তৃতীয় গোল।রোনালদোর ১০ মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আল-ঘানাম। ৩৮ মিনিটের মাথায় সেকো মোহাম্মদ ফোফানা গোল পেলে আল-নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। অবশ্য ৪১ মিনিটে ব্যবধান কমে। এ সময় মুসা মাদু নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিলে ব্যবধান কমায় মরোক্কোর ক্লাবটি। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা।

বিরতির পর অবশ্য কোনো দলই আর গোলের দেখা পায়নি। তাতে ৩-১ ব্যবধানের জয়ে ২৮ বছর পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় আল-নাসর।

 

সেমিফাইনালে তারা পেয়েছে ইরাকের ক্লাব আল-শোর্তাকে। অন্য ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী আল-হিলাল ও আল-শাবাব। বুধবার রাতে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১২ আগস্ট রাতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের চ্যাম্পিয়ন দল পাবে ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকা। রানার্স-আপ হওয়া দল পাবে ২৫ লাখ ডলার (২৭ কোটি ৯ লাখ টাকা)। আর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া প্রত্যেক দল পাবে ২ লাখ ডলার করে।