আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা পৌনে ২ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর গোয়ালন্দে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন। গতকাল এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন। মসজিদটি নিজের মায়ের নামে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ রেখেছেন রোজিনা। রোজিনার এমন মহৎ কাজ দেখে বিস্মিত ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি বিস্মিত হয়েছি। তিনি তার মায়ের নামে এমন সুন্দর একটি মসজিদ করেছেন! মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখেরাতের জন্য আমরা কী করে গেলাম সবারই ভাবা দরকার। সে জায়গা থেকে রোজিনা সত্যি খুব মহৎ কাজ করেছেন।’
একত্রে অনেকগুলো সিনেমায় কাজ করেছেন দুজন। এদিকে জানা গেছে, যে জমির ওপর এ ইবাদতের ঘর নির্মিত, তা তার মাকে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। খুব শিগগিরই একই এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে রোজিনার। সবার সহযোগিতা পেলে কাজ শুরু করবেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com