আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন। সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি।
রোববার (২৩ মে) সরকারি বাসবভন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।