বনানীতে বাস চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তারের জীবন সংকটাপন্ন। চিকিৎসকরা বলছেন, মারাত্মক সংক্রমণ ঝুঁকিতে রয়েছে মেয়েটি। রোববার তার ডান পায়ে আরেকটি অপারেশন হয়েছে। সোমবারও (আজ) অপারেশন করাতে হবে। এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল গনি মোল্লাহকে প্রধান করে রোজিনার চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
অধ্যাপক ডা. মো. আবদুল গনি মোল্লাহ বলেন, ‘মেয়েটির অবস্থা সংকটাপন্ন। রোববার আমরা দ্বিতীয় অপারেশন করেছি। এর আগে তার ডান পা কেটে ফেলা হয়েছে।’ আরেক চিকিৎসক ডা. তাপস কুমার পাল বলেন, ‘মেয়েটির শরীরে ইনফেকশন রয়েছে। রোববার তার কাটা পায়ে ‘সার্জিক্যাল ডেভ্রাইটম্যান’ হয়েছে। তার ঊরুর চামড়া থেকে মাংসের লেয়ার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে বাইরের চামড়া মরে গেছে। ভেতরের মাসলের কিছু অংশও অকার্যকর হয়ে গেছে। ক্ষতস্থানে পচন ধরেছে। তা ছাড়া তার শরীর থেকে জ্বর নামছে না। এসব কারণে তার শরীরে সেপ্টিসেমিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সে অনেক রিস্কি পজিশনে আছে। রোজিনার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শেই এখন থেকে তার চিকিৎসা হচ্ছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল গনি মোল্লাহর নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন- সহযোগী অধ্যাপক কাজী শামীম উজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মোনায়েম হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. বিধান সরকার। তাদের পরামর্শেই চলছে রোজিনার চিকিৎসা।’
রোজিনার বাবা রসুল মিয়া বলেন, ‘ময়মনসিংহের ধোবাউরায় তার বাড়ি। ছয় মেয়ে এক ছেলের মধ্যে রোজিনা মেঝ। সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় আট বছর ধরে কাজ করত সে। মাসে বেতন পেত ছয় হাজার টাকা। পুরো টাকাই সে বাড়িতে পাঠিয়ে দিত।’ তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ এখন অন্ধকার। আমার মেয়েটা বাঁচবে কিনা আল্লাহ জানে। আর বেঁচে উঠলেও এক পা ছাড়া কিভাবে তার জীবন চালাবে?’
শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় গৃহকর্মী রোজিনা আক্তারের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ডাবল ডেকার বাসটিকে জব্দ ও বাসের চালক শফিকুল ইসলাম সুমনকে (৩২) আটক করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।