রোগী সেজে হাসপাতালে এসিল্যান্ড

:
: ৩ years ago

ময়মনসিংহের ভালুকা সরকারি হাসপাতালে রোগী সেজে নব যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিন অভিযান চালিয়ে বিভিন্ন ক্লিনিকের ৫ নারী দালালকে হাতেনাতে গ্রেফতার করেন। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, দীর্ঘদিনের অভিযোগ ছিল ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ক্লিনিকের দালালদের অত্যাচারে সেবা নিতে আসা রোগীরা হয়রানি হয়ে আসছিলেন। রোগী হয়রানির অভিযোগে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিন রোগী সেজে সরকারি হাসপাতালে গিয়ে বিভিন্ন ক্লিনিকের ৫ নারী দালালকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় হাসপাতাল গেটের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার ভান্ডাব গ্রামের আলেক চানের স্ত্রী রুমা (৪২), ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী রিতা (৪৫), মোস্তফার স্ত্রী রাফেজা খাতুন (৩৫), পানিভান্ডা গ্রামের আলম খানের স্ত্রী রুমা আক্তার (২৪) ও ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের মিন্টু মিয়ার স্ত্রী রাশিদাকে (২৮) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন উপস্থিত ছিলেন।