রেলের টিকিট না পাওয়া ঢাবি শিক্ষার্থীর অভিযোগের শুনানি বুধবার

:
: ২ years ago

রেলের টিকিট না পাওয়া ঢাবি শিক্ষার্থী মো. মহিউদ্দিন রনির অভিযোগের শুনানি বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনুষ্ঠিত হবে।

রোববার ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সহকারী মো. হাসানুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, সহজ ডটকম এবং রেল বিভাগের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে ভোক্তা অধিকারে অভিযোগ দিয়েছিলেন মহিউদ্দিন রনি। আগামী বুধবার (২০ জুলাই) শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন সকাল ১০টার দিকে সহজ ডটকমের প্রতিনিধি এবং অভিযোগকারীকে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় যদি রেল বিভাগের দায় থাকে তবে রেল বিভাগকেও ডাকা হবে।

রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ১১ দিন ধরে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি এ বিষয়ে ভোক্তা অধিকারে দুটি অভিযোগও করেছেন।

যতদিন পর্যন্ত তার ছয় দফা দাবি মানা না হবে ততদিন পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে তিনি জানান।

তিনি বলেন, আমি হাইকোর্টে রিট করবো। সহজকে প্রশ্নবিদ্ধ করবো কেন তারা এমন প্রতারণা করছে টিকিট নিয়ে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে এভাবে।