রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রেললাইনের পাশে দাঁড়িয়ে চা পানের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মগবাজার ওয়্যারলেস রেলগেট ক্রসিং এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে চা পানের সময় অসাবধানতায় ট্রেনে ধাক্কা লেগে রেললাইনে পড়ে যান মাহমুদুল। এরপর ওই ট্রেনের নিচেই কাটা পড়েন তিনি।
নিহতের বন্ধু ওসমান গনির বরাত দিয়ে এসআই সেকেন্দার আরও জানান, নিহত মাহমুদুল হাসান ৭ দিন আগে সরকারি চাকরি পেয়েছিলেন। তিনি রাজধানীর মিরপুরে বোনের বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।