বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। তার এমন পারফরম্যান্সের সুবাদে পেরুকে ৪-২ গোলে হারিয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও নিজেদের করে নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতের হ্যাটট্রিকে শুধু দলকেই জেতাননি নেইমার, গড়েছেন নিজ দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডও। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো দ্য লিমার করা ৬২ গোলের রেকর্ড ভেঙে, জাতীয় দলের হয়ে নেইমারের গোলসংখ্য এখন ৬৪টি।
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার পেলের দখলে। নিজের ক্যারিয়ারে ৭৭ বার ব্রাজিলের জার্সি গায়ে লক্ষ্যভেদ করেছিলেন পেলে। সে রেকর্ড নিজের করে নিতে আর ১৪ গোল করতে হবে নেইমারকে।
সেটি করতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। তবে রোনালদোর শুভকামনা পেয়ে গেছেন নেইমার। নিজের রেকর্ড ভাঙলেও নেইমারের সাফল্যে খুশি রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের জন্য আবেগী এক বার্তা জানিয়েছেন ৪৪ বছর বয়সী এ তারকা ফুটবলার।
তিনি লিখেছেন, ‘তোমার জন্য সব সম্মান নেইমার। মাঠে সে অনেক বেশি খেলে। এসিস্ট করে, বল নিয়ে খেলে, ড্রিবল করে, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়। আকাশ হলো সীমা, উড়তে থাকো নেইমার।’
‘কী অসাধারণ এক গল্প তুমি লিখে চলেছ নেইমার। একজন পরিপূর্ণ এবং ক্রমাগত উন্নতি করতে থাকা খেলোয়াড়। মাঠের মধ্যে চাপ সামাল দেয়াটা মাঝেমধ্যে বল নিয়ে খেলার চেয়েও বেশি চ্যালেঞ্জিং।’
‘এখন আমাকে বলো, কোথা থেকে এসেছ তুমি? কোথায় এসেছ তুমি? আমাদের কে বলবে যে কোনটা অসম্ভব? নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো। কেননা প্রতিভা পুরোপুরি তোমার, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার সামনে আরও অনেক রেকর্ড এবং সাফল্য অর্জন বাকি রয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com