প্রিমিয়ার লিগে চলতি আসরের শিরোপা উঠবে লিভারপুলের হাতে সেটা হলফ করেই বলা যায়। চলতি আসরে নিজেদের ২৯ নম্বর ম্যাচে শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নেমেছিল দ্য রেডর্সরা। সেই ম্যাচে ৩-১ গোলে নিয়ে নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্নে স্লটের দল। ম্যাচটিতে জোড়া গোলের দেখা পান লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
চলতি আসরে ২৭ নম্বর গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন এই মিশরীয় তারকার। এছাড়াও প্রিমিয়ার লিগে ৩২ বছর বয়সী এই তারকার ১৮৪তম গোল। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সাবেক আর্জেন্টাইন এবং ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরার রেকর্ডে ভাগ বসিয়েছেন সালাহ। কেননা এতদিন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় ১৮৪ গোল করে পঞ্চম স্থানে একক ভাবে ছিলেন আগুয়েরা।
শনিবার রাতে জোড়া গোল করে আর্জেন্টাইন তারকার রেকর্ডে ভাগ বসিয়েছেন সালাহ। যদিও এই রেকর্ড গড়তে আগুয়েরার চেয়ে ১৭ ম্যাচ বেশি খেলতে হয়েছে লিভারপুল তারকাকে। প্রিমিয়ার লিগে ২৭৫ ম্যাচ খেলে ১৮৪টি গোল করেছিলেন আগুয়েরা। অন্যদিকে ২৯২টি ম্যাচ খেলে ১৮৪ গোল করেছেন সালাহ। ২৬০ গোল করে এই তালিকায় সবার ওপরে আছেন সাবেক ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার।
এমন অসামান্য রেকর্ড নিয়ে ম্যাচ শেষে লিভারপুল ফরোয়ার্ড বলেন, 'আমি রেকর্ডটি সম্পর্কে জানতাম। কিন্তু খেলার সময় আমি এটা নিয়ে ভাবিনি। সমতা আনাটা একটা ভালো রেকর্ড এবং এটা সম্মানের। সার্জিও একজন দুর্দান্ত খেলোয়াড়, সে প্রিমিয়ার লিগের একজন কিংবদন্তি ছিল। তাই আমি এতে খুশি।'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com