রূপগঞ্জে ৮ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

:
: ৭ years ago
আদালত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় শীতলক্ষ্যা নদী ভরাট করে ইটভাটা স্থাপন ও পরিচালনার অভিযোগে ৮টি ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এর মধ্যে মেসার্স সততা ব্রীকসকে ২ লাখ টাকা, মেসার্স এম এ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স হেলাল ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স আল্লাহর দান ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স খৈসাইর ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স জিএস ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মাস্টার ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মানমাত্রা বহির্ভূত দূষিত তরল বর্জ্য পরিবেশে নির্গমণ করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ঢাকার তেজগাঁয়ে অবস্থিত অ্যাপারেল এইড লিমিটেডকে ১২ লাখ ৮ হাজার ৩২০ টাকা এবং সাভারের ডাইনামিক সোয়েটারকে ৭ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা জরিমানা করা হয়েছে।  আজ সন্ধ্যায় পরিবেশ অধিদফতরের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।