রুয়েটে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতা আহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কক্ষের পাশে ককটেল বিস্ফোণের ঘটনায় এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সোয়া ৫টার কিছু আগে রুয়েটের জিয়া হলের ৩০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্রলীগ নেতা হলেন রুয়েট শাখা ছাত্রলীগের সহ সম্পাদক রাকিব শাহরিয়ার। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, বিকেল সোয়া ৫টার দিকে ৩০৮ নম্বর কক্ষের পাশে তৃতীয় তলায় সিঁড়ির কাছে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় রাকিব তার ৩০৫ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়েছিল। ককটেলের স্প্রিন্টারের আঘাতে সে আহত হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে ৩য় তলার বারান্দা থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছি। হয়তো দুটি ককটেল ছিল। একটি বিস্ফোরিত হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, হলের তৃতীয় তলায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি হলের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।