ইউক্রেনে কমপক্ষে সাতজন রুশ জেনারেল নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কোনো যুদ্ধে শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহতের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি।
ইউক্রেন যুদ্ধে শীর্ষ পর্যায়ের কর্মকর্তার প্রাণহানির সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে যুক্তরাজ্য। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের তার সর্বশেষ গোয়েন্দা আপডেটে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে এতো বেশি কমান্ডার থাকলে সাধারণ সৈন্যদের নির্দেশ দেওয়া ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি এতো সেনা নিহতের জন্য রুশ বাহিনীর অদক্ষতাকেও দায়ি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়. রুশ কমান্ডাররা খুব কমই তাদের অধস্তনদের অপারেশনাল দায়িত্ব দেন। ফলে অধস্তনরা নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করে না। এই কারণে রুশ বাহিনী প্রতিরোধের মুখে সহজে জবাব দিতে কিংবা যুদ্ধক্ষেত্রে বিকল্প সিদ্ধান্ত নিতে পারে না।
এদিকে, চলমান যুদ্ধে নিহত রাশিয়ার জেনারেলদের হত্যার জন্য ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে বলে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইসম জানিয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।