প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২০, ২:৩২ পূর্বাহ্ণ
রুদ্র অয়নের কবিতা বহুদিন আমি একা একা
বহুদিন আমি একা একা
রুদ্র অয়ন
কত দিন দেখিনা তোমায়
তুমিও আর
রাখোনা কোনও খোঁজ।
মাঝে মাঝে বড় রংহীন লাগে
রঙিন এই জগতটাকে!
ছুঁয়ে যায়না আর
হৃদয়ের ক্যানভাসে
পূর্ণিমা চাঁদের আলো।
রাত জাগা চাঁদের মতো
আমিও বহুদিন একা একা।
দেখা হয়না আর
গোধূলি বেলার রং
দেখা হয়না আর
সবুজ প্রকৃতি।
নিজেকে বড় বিবর্ণ লাগে
আজকাল।
বহুদিন রাঙেনি
আমার বিকেল,
শত সহস্র দিন
আমার কেটেছে একা একা।
আমি বহুদিন দেখিনা তোমায়
তুমি একবারও করোনি খোঁজ।
গোধূলি আকাশে
ভেসে যাওয়া মেঘের মত
আমি হয়েছি যাযাবর!
কতদিন আমি
পাইনা তোমায় স্পর্শ
শুধু রেখো গেছো
স্মৃতিময় কষ্টের যত আয়োজন!
আমি বহুদিন
স্পর্শ করি না তোমায়,
বহুদিন আমি একা একা।
- রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com