নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সিলিন্ডারের চুলায় রুটি বানানোর সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে দগ্ধ হয়ে তাহমিনা আলী (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থীর মামা শরিফ মোল্লা এ খবর নিশ্চিত করেছেন।
নিহত তাহমিনা আলী বন্দর ইউনিয়নের পুরাণ বন্দর চৌধুরীবাড়ি এলাকার লিয়াকত আলী মাস্টারের মেয়ে।
এ ব্যাপারে শরিফ মোল্লা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে তাহমিনা আলী রান্না ঘরে গ্যাসের চুলায় রুটি বানাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত গায়ে আগুন ধরে যায়। এতে তাহমিনার শরীর দগ্ধ হয়। পরিবারের লোকজন দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com