রুটি বানানোর পিড়ির ভিতর দশ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ২

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

রুটি বানানোর পিড়ির ভিতর বিশেষ কায়দায় ফাঁকা জায়গা তৈরি করে ইয়াবা পাচারের সময় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। পিড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেপ্তারকৃতরা হলেন মনোয়ারা বেগম (২৪) ও সাহাব উদ্দিন (২৩)।

সোমবার (১৯ জুন) দুপুরে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে এই ইয়াবা উদ্ধারের তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব-৭ গোপন সূত্রে জানতে পেরে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে এক যুবক ও এক নারীকে আটক করে। পরে তাদের সাথে থাকা রুটি বানানো পিড়ির ভিতর লুকিয়ে রাখা ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।