রিয়ালে কে কত বেতন পান

লেখক:
প্রকাশ: ৬ years ago

ক্রিস্টিয়ানো রোনালদোর পর লুকা মদরিচকেও হারাচ্ছে রিয়াল মাদ্রিদ? এমন শঙ্কা চেপে ধরেছে সব মাদ্রিদিস্তাকে। বর্তমান চুক্তির চেয়ে প্রায় দেড়গুণ বেতন দিতে চাচ্ছে ইন্টার মিলান। চার বছরের সে চুক্তির পর নাকি চীনেও দুই বছরের জন্য লোভনীয় চুক্তি। রিয়ালের জার্সিতে সম্ভাব্য সবকিছু জেতার পর ক্লাব ছাড়ার তাই ইচ্ছা জাগতেই পারে ক্রোয়াট জাদুকরের।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, রিয়াল আপাতত সে চিন্তা দূর করার ব্যবস্থা করেছে। দলের সেরা খেলোয়াড়ের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ সেরারা। মার্কার দেওয়া তথ্যানুযায়ী অধিনায়ক সার্জিও রামোসের সমান বেতন দেওয়া হবে মদরিচকে। এবং সেটা মার্কা অনুযায়ী বছরে ১১ মিলিয়ন ইউরো। রোনালদোর বিদায়ের পর রিয়ালে একমাত্র গ্যারেথ বেলই এ দুজনের চেয়ে বেশি বেতন পান।

স্প্যানিশ পত্রিকা এএসের দাবি, আগের চুক্তিতে বছরে ৬.৫ মিলিয়ন ইউরো পেতেন মদরিচ। সেটা এখন বেড়ে ১১ মিলিয়ন হবে। ইন্টার মিলান মদরিচকে বছরে ১০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সে ক্ষেত্রে দলবদলের গুঞ্জন সৃষ্টি হয়ে লাভই হয়েছে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের। এ চুক্তি হলে বেতনের দিক থেকে রিয়ালের প্রথম তিনজনের মধ্যে থাকবেন মদরিচ। এএসের দাবি বাকি দুজন অর্থাৎ রামোস ও বেলের ক্ষেত্রেও রিয়ালের খরচ ১১ মিলিয়ন। তবে অন্যান্য সূত্র বেলকে এদের দুজনের নাগালের অনেক বাইরেই রাখছে।

নিচে রিয়ালের বেতন কাঠামোর একটি তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, বেতনের মতো তথ্য গোপন রাখার চেষ্টা করে ক্লাব ও খেলোয়াড়। অধিকাংশ ক্ষেত্রেই ক্লাবের কোনো সূত্র কিংবা চুক্তির সময়ে দর-কষাকষির মাধ্যমে তথ্য পাওয়া যায়। ফলে এ ক্ষেত্রে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন। এখানে যেমন টনি ক্রুসকে রামোসের সমান বেতন দেখানো হয়েছে।

রিয়ালে কে কত বেতন পান (সম্ভাব্য):

খেলোয়াড় সাপ্তাহিক বেতন (ব্রিটিশ পাউন্ড)
গ্যারেথ বেল ৩ লাখ ৫০ হাজার
সার্জিও রামোস ২ লাখ
লুকা মদরিচ ২ লাখ
টনি ক্রুস ২ লাখ
করিম বেনজেমা ১ লাখ ৫০ হাজার
মার্সেলো ১ লাখ ৫০ হাজার
ইস্কো ১ লাখ ২০ হাজার
রাফায়েল ভারানে ১ লাখ
দানি কারভাহাল ১ লাখ
কাসেমিরো ৯০ হাজার
মার্কো অ্যাসেনসিও ৯০ হাজার
কেইলর নাভাস ৮৫ হাজার
মাতেও কোভাচিচ (ধারে) ৭৫ হাজার
নাচো ৭০ হাজার
লুকাস ভাসকেজ ৬০ হাজার
আলভারো ওদ্রিওজোলা ৪৫ হাজার
কিকো ক্যাসিয়া ৩০ হাজার
থিও হার্নান্দেজ (ধারে) ৩০ হাজার
আন্দ্রি লুনিন ২৫ হাজার
মার্কোস ইয়োরেন্তে ২৫ হাজার
দানি সেবায়োস ২০ হাজার
বোর্হা মায়োরাল ১০ হাজার