রিয়ালের বিপক্ষে নেইমারকে চান জিদান

লেখক:
প্রকাশ: ৭ years ago
জিদান

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাইকার নেইমার। এর আগে লিগ ওয়ানে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ মার্সেইকে উড়িয়ে দিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যায় পিএসজি। আর সেই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

ডান পায়ের গোড়ালিতে ফের যাতে আঘাত না লাগে সেজন্য বিশেষ স্ট্র্যাপ ব্যবহার করছেন তিনি। পিএসজি কোচ উনাই এমরি এ ব্যাপারে বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে গোড়ালি মচকে যাওয়ায় পেশীতে চোট পেয়েছে নেইমার। আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখার জন্য আর কিছু পরীক্ষার প্রয়োজন। তবে আমি আশাবাদী রিয়ালের বিপক্ষে নেইমারকে পাওয়ার ব্যাপারে।’

এদিকে আশাবাদী রিয়াল কোচ জিনেদিন জিদানও। তিনি বলেন, ‘আশা করি, নেইমার আমাদের বিপক্ষে খেলবে। আমি কখনো চাই না, প্রতিপক্ষের কোনো ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাক।’