রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগি

লেখক:
প্রকাশ: ৬ years ago

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হচ্ছেন হুলেন লোপেতেগি। বর্তমানে স্পেন জাতীয় দলের দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার  তিন বছরের চুক্তিতে লোপেতেগিকে নিয়োগ দেওয়ার খবরটি জানায় রিয়াল কর্তৃপক্ষ। দলটির ক্লাবের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বকাপের পর রিয়ালে যোগ দেবেন ৫১ বছর বয়সী স্পেনের সাবেক এই গোলরক্ষক।

এর আগে গত ৩১ মে রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়ার মাত্র দুদিন পরেই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন জিনেদিন জিদান। লস ব্লাঙ্কোসদের শিবিরকে আড়াই বছরে ৯টি শিরোপা জিতিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে টানা তিনটি ইউরোপিয়ান শিরোপা।

জিদানের আচমকা অবসর নেওয়ার সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদে যে শূন্যতা সৃষ্টি হয় সেটাই পূর্ণ করবেন হুলেন লোপেতেগি। ১৯৮৫ সাল থেকে ২০০২ পর্যন্ত রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লাস পালমাস, রায়ো ভালেকানোসহ বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ৩১৭টি ম্যাচে গোলবার সামলিয়েছেন তিনি।