রােমন্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন।

লেখক:
প্রকাশ: ৩ years ago

সালমান রহমান, কূটনৈতিক প্রতিবেদক:: ইতালিতে বাংলাদেশ দূতাবাস যথাযােগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে আজ ঐতিহাসিক ০৭ মার্চ উদযাপন করেছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর ০৭ মার্চ ১৯৭১ – এ প্রদত্ত ঐতিহাসিক ভাষণ স্মরণে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়ােজিত দিনব্যাপি এই অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন , জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , জাতির পিতা ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন , বাণী পাঠ , প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দেশি ও বিদেশি আলােচকদের অংশগ্রহণে আলােচনা সভা । সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয় । এরপরে দূতাবাসের সভাকক্ষে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয় । এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর ০৭ মার্চ ১৯৭১ দেয়া ঐতিহাসিক ভাষণটি প্রদর্শন করা হয় । ঐতিহাসিক এই দিনের উপর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় । ইতালি প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক , সামাজিক – সাংস্কৃতিক নেতৃবৃন্দ , সাংবাদিক ছাড়াও বিদেশী নাগরিকগণের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আলােচনা সভায় ইতালির কাতানিয়া ও পালেরমাে শহরে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল যথাক্রমে এডভােকেট জোভান্নি ভানাদিয়া ( Ady . Giovanni Vanadia ) এবং ভিসেনজো দি তান্তো ( Mr. Vincenzo Di Tanto ) ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ।

এছাড়া রােমস্থ প্রখ্যাত লা সাপিয়েঞ্জা ( La Sapienza ) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারা মাত্তা ( Mara Matta ) লিখিত বার্তার মাধ্যমে বঙ্গবন্ধুর এই ভাষণকে বাঙ্গালি জাতির স্বাধীনতার দিক নির্দেশক হিসেবে উল্লেখ করেন । আলােচকগণ ৭ ই মার্চের ভাষণকে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্যসাধারণ ঘটনা হিসেবে উল্লেখ করেন । প্রবাসীদের কল্যাণে দূতাবাস কর্তৃক গৃহীত সাম্প্রতিক কার্যক্রমের জন্যও বক্তারা দূতাবাসকে ধন্যবাদ জানান । উল্লেখ্য , আলােচনা সভায় ইতালি প্রবাসী ছাড়াও ইউরােপের অন্যান্য দেশে বসবাসকারী এবং বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন । রাষ্ট্রদূত মােঃ শামীম আহসান তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন । বঙ্গবন্ধুর ঐতিহাসিক ০৭ মার্চ এর ভাষণ সম্পর্কে তিনি বলেন , এই ভাষণ শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেনি , সারা বিশ্বের নিপীড়িত – নির্যাতিত স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে এবং ভবিষ্যতেও মানুষকে প্রেরণা যােগাবে । ভাষণটির অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করেই ইউনেস্কো ২০১৭ সালে এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহাসিক ’ ( World Documentary Heritage ) হিসেবে মেমােরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার ‘ ( International Memory of the World Register ) – এ অন্তর্ভুক্ত করেছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করে বলেন যে , এটি ভাষণটিকে একটি আন্তর্জাতিক মাত্রা দিয়েছে । তিনি আরও বলেন যে , ২০২১ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘ মুজিববর্ষ ‘ হওয়ায় এ বছরটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর । রাষ্ট্রদূত বর্তমান সরকারকে প্রবাসী – বান্ধব সরকার হিসেবে উল্লেখ করে ছুটির দিনে কন্স্যুলার সেবা প্রদানসহ দূতাবাস কর্তৃক প্রবাসীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচী সম্পর্কে সকলকে অবহিত করেন । উল্লেখ্য , কোভিড মহামারীর ভয়াবহতার প্রেক্ষিতে ইতালি সরকার কর্তৃক আরােপিত কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধুমাত্র দূতাবাসের সদস্যদের উপস্থিতিতে সীমিত পরিসরে দূতাবাসে এবং অনলাইন প্লাটফর্ম ZOOM এ অনুষ্ঠানটি আয়ােজন করা হয়