প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০১৮, ৩:১৩ অপরাহ্ণ
রাহুল গান্ধীকে বহনকারী বিমানে ত্রুটি, অল্পের জন্য প্রাণে রক্ষা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বহনকারী একটি বিমানে হঠাৎ ত্রুটি দেখা দেয়। আজ শুক্রবার সকালে ছোট ফ্যালকন জেট বিমানটির অন্যতম যাত্রী ছিলেন রাহুল। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষ পেয়ে নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুগলি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
জানা যায়, বিমানে কংগ্রেস সভাপতিসহ পাঁচজন ছিলেন। মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে অটো–পাইলট ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। পরে তিনবারের চেষ্টায় ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদ অবতরণ করেন পাইলট। এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু এ ঘটনায় সন্তুষ্ট নয় কংগ্রেস।
রাহুলকে বহনকারী বিমানের গুরুতর যান্ত্রিক ট্রুটির খবর সামনে আসার পর ভারত জুড়ে তোলপাড় শুর হয়েছে। এটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী তো সরাসরি চক্রান্তের কথা বলেছেন। ঘটনার পর নরেন্দ্র মোদি কথা বলেছেন রাহুলের সঙ্গে।
বিধানসভা ভোটের প্রচারে শুক্রবার সকালে হুগলি যাচ্ছিলেন রাহুল। আবহাওয়া ভালই ছিল। পৌনে ১১টার দিকে হঠাৎ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com