স্কুটার নিয়ে স্কুলে যাচ্ছিল দুই ছাত্রী। পথে হুট করে রাস্তা দেবে গিয়ে তৈরি হয় একটি বড় গর্ত। এতে পড়ে যায় তারা। পরে তাদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে।
ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলায় ঘটেছে এমন ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।
ছবিতে দেখা যায়, এক ব্যক্তি লোহার মই নিয়ে ওই দুই ছাত্রীকে গর্ত থেকে উঠে আসতে সহযোগিতা করছেন। তাদের দুজনের গায়ে স্কুলের পোশাক পরা ছিল। গর্তের মধ্যে পড়ে ছিল স্কুটারটি। পরে ঘণ্টাখানেকের মধ্যে ওই গর্ত কাদাপানিতে ভরে যায়।
গর্তে আটকেপড়া এক ছাত্রীর বাবা বলেন, উভয়েই এ ঘটনায় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে।
ওই ব্যক্তি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে অবকাঠামোগুলো সবসময় সংস্কার করা দরকার। স্থানীয়রা আমার মেয়ে ও অন্য মেয়েটিকে উদ্ধার করেছে।
স্থানীয় প্রশাসন সড়কের গর্তটি সংস্কারে পদক্ষেপ নিয়েছে।