রাস্তার শিশু
কাব্য চাষাঃ রুবেল মাহমুদ।।
-------------------
রাস্তার শিশু রাস্তায় ঘর
রাস্তাই ওদের বাড়ি,
থাকে মোদের দৃস্টির অন্তরালে
ওদের আহাজারী।
কর্দমাক্ত শরীর ওদের
থাকে উলঙ্গ প্রায়,
ছেঁড়া কাপর পাওয়াই
ওদের কাছে দায়।
ভিক্ষার থালা,পানির বোতল
অথবা ফুলের মালা,
এই নিয়ে ওদের ছোটাছোটি
খোঁজে কোন গাড়ীর দরজা খোলা।
কখন তোমাদের করুনার দৃস্টি
পরবে ওদের দিকে,
কখন দিবে উচ্ছিষ্ট খাবার
তোমরা ওদের ডেকে।
একটু ছেঁড়া পোষাক হলেই
ওরা অনেক খুশি,
আধুনিক এই সমাজে আছে
এমন শিশু রাশি রাশি।
ডাস্টবিন অথবা লঞ্চ টার্মিনাল
কখনো নির্জন স্টেশনে,
বাস করে যায় ওরা
নিজে নিজের আপন মনে।
যত্ন বলতে ওদের কাছে
নেইতো এমন কিছু,
অবহেলা আর ঘৃনাই কভু
ছাড়েনা ওদের পিছু।
ওদের এহেন লাঞ্ছনা,বঞ্চনা
আর করবনা ভাই,
চলো ওদের জীবন পালটে দিতে
আমাদের দৃস্টি বদলাই।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com