জলাবদ্ধতার কারণে তিন মাস ধরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে সাতক্ষীরার কলারোয়ার ৯৩ নং গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আড়াই শতাধিক শিক্ষার্থী রাস্তার ওপর ও মসজিদের বারান্দায় ক্লাস করছে। স্থায়ী জলাবদ্ধতার কারণে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা।
গাজনা গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিম জানান, আগামী মাসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। চূড়ান্ত প্রস্তুতির মুখে শিক্ষার্থীরা এই জলাবদ্ধতায় বিরূপ পরিস্থিতিতে পড়েছে। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, ক্ষেত্রপাড়া খালের ব্রিজ সংলগ্ন বাঁধ কেটে দিলে পানি অল্প সময়ের মধ্যে কপোতাক্ষ নদে নেমে যাবে। এলাকার সাত-আটজন ঘের মালিক অপরিকল্পিতভাবে বেড়িবাঁধ দিয়ে মৎস্য ঘের করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী বলেন, বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী আছে। জলাবদ্ধতার কারণে গত আগস্ট মাস থেকে স্কুলটি ছেড়ে দিতে হয়েছে। ছাত্র-ছাত্রীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। গত কয়েক বছর ধরে চলছে এই অবস্থা।
জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জাগো নিউজকে বলেন, তিনি এলাকাটি পরিদর্শন করেছেন। জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসেই শিক্ষাগ্রহণ করতে পারবে বলে জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com