রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টি

লেখক:
প্রকাশ: ৩ years ago

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন দলটির সদস্যরা।

রাষ্ট্রপতির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে যুক্ত হয় দলটি। ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিচ্ছে।

সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরুল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান এবং কমরেড নজরুল ইসলাম হক্কানী।

সংলাপ শেষে দলটির প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।