রাষ্ট্রপতির এপিএস হলেন নাহীদ পারভীন

:
: ৪ years ago

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নাহীদ পারভীন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অভিপ্রায় অনুযায়ী নাহীদ পারভীনকে এ নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে আদেশে বলা হয়, ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের মো. আব্দুল হাইয়ের স্ত্রী নাহীদ পারভীন রাষ্ট্রপতি যতদিন ওই পদে থাকবেন অথবা তাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন তিনি ওই পদে থাকবেন।

এর আগে রাষ্ট্রপতির এপিএস ছিলেন তার ভাই মো. আবদুল হাই। তিনি গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

বগুড়া মেডিকেল কলেজে নতুন পরিচালক

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিনকে প্রেষণে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্য আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে প্রেষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি এর আগে কর্নেল হিসেবে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের দায়িত্বে ছিলেন। পরে তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিতে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়। পদোন্নতির পর ফের পরিচালকের পদে ফিরলেন।