রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন

:
: ২ years ago

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবারের এ হামলার পর রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিন জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, আমরা রাশিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছি।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে এটাই সম্পর্কের প্রথম ফাটল বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ইউক্রেনের তিন দিকের সীমান্ত দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে, মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।