রাশিয়ার সামরিক বাহিনীর আকার বাড়াতে ডিক্রিতে স্বাক্ষর পুতিনের

লেখক:
প্রকাশ: ২ years ago

রাশিয়ার সামরিক বাহিনীর আকার বাড়াতে এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সশস্ত্র বাহিনীর সদস্য ১৯ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ ৪০ হাজারে উন্নীত করতে বৃহস্পতিবার তিনি এই ডিক্রিতে স্বাক্ষর করেন।

প্রেসিডেন্ট পুতিন এমন সময় এই ডিক্রিতে স্বাক্ষর করলেন যখন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সপ্তম মাসে প্রবেশ করেছে। যুদ্ধ শুরু হওয়ার প্রথম সপ্তাহ থেকে রাশিয়া সংঘাতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। পরে মস্কো জানিয়েছিল, তাদের এক হাজার ৩৫১ জন সেনা যুদ্ধে নিহত হয়েছে। তবে পশ্চিমাদের হিসাব অনুযায়ী, এই সংখ্যা অন্তত ১০ গুণ বেশি হবে। আর ইউক্রেন দাবি করেছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫ হাজার রুশ সেনা আহত কিংবা নিহত হয়েছে। অবশ্য যুদ্ধে নিজেদের সেনা হতাহতের খবর প্রকাশেও অনীহা দেখিয়েছে ইউক্রেন।

সামরিক বাহিনীর এই আকার বৃদ্ধির মধ্যে রয়েছে সেনা সংখ্যা এক লাখ ৩৭ হাজার বাড়িয়ে ১১ লাখ ৫০ হাজারে উন্নীত করা। এর আগে ২০১৭ সালে পুতিন সেনাবাহিনীর আকার নির্ধারণ করেছিলেন। ওই সময় দেশটির সেনা সংখ্যা ১০ লাখ ১০ হাজার নির্ধারণ করা হয়েছিল।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বার্ষিক প্রতিবেদন অনুসারে, রাশিয়ার চলতি বছরের শুরুতে ৯ লাখ সক্রিয় সেনা সদস্য ছিল।