দেড় দশকেরও বেশি সময় ধরে ছোট ও বড় পর্দায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী তমা মির্জা। ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। তমা অভিনীত কাজগুলো বেশ প্রশংসিতও হচ্ছে। আলোচিত পরিচালক রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্কের গুঞ্জনও বহুদিনের। তারকা জুটির প্রেমের গুঞ্জন ছাপিয়ে এখন শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন। সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ওয়েব ফিল্ম ও সিনেমা মুক্তির মধ্যেই তমা মির্জা ও রায়হান রাফীকে নিয়ে আবার প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সোমবার (৩ মার্চ) ছিল রায়হান রাফীর জন্মদিন। প্রথম প্রহরে রাফী কেক কাটেন তার মা ও চিত্রনায়িকা তমাকে নিয়ে। এরপর দিন শেষে রাফীর জন্য একটি পার্টির আয়োজন করেন তমা। সেই পার্টিতে দুজনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এরপরই প্রেমের সম্পর্কের গুঞ্জন আবারও সামনে আসে। দুজনের ঘনিষ্ঠজনেরা বলছেন, মাঝখানে সম্পর্কের অবনতি হলেও এখন আবার তারা চুটিয়ে প্রেম করছেন।
রাফী সোমবার রাতে জন্মদিনের আয়োজনের একটি স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন। ধন্যবাদ তমা এবং আমার পরিবার।’ একই স্থিরচিত্র প্রকাশ করে তমা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’
এদিকে প্রেমের সম্পর্কের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তমা মির্জা। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রেমের সম্পর্কের খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন। তমা মির্জা ফেসবুকে লিখেছেন, ‘আমি সকল গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অহেতুক গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একজন শিল্পী হিসেবে কাজ নিয়েই আমার যত ভাবনা এবং আমি আমার আগামীর সব কাজের প্রতি সবচেয়ে বেশি নিবেদিত। যারা দায়িত্বশীল ও সততার সঙ্গে সংবাদ প্রকাশ করেন, তাদের প্রতি আমার সম্মান সব সময় এবং তাদের পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।’
২০১৮ সালে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে ব্যবসায়ি হিশাম চিশতীর পরিচয় হয়। ২০১৯ সালের মে মাসে তারা বিয়ে করেন। বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। এরপর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর তমা মির্জা পুরোপুরি কাজে মনোযোগী হন।
একের পর এক অসাধারণ সব কাজ উপহার দেন এই চিত্রনায়িকা। কাজ করেন রায়হান রাফীর মতো সময়ের আলোচিত পরিচালকের সঙ্গেও। রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। পরে আবার তাদের দেখা যায় ‘৭ নম্বর ফ্লোর’-এ। রাফীর ‘সুড়ঙ্গ’ ছবির ‘ময়না’ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচিত হন তমা। ‘সুড়ঙ্গ’ ছবিতে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।
শিগগিরই ‘আমলনামা’ নামে রায়হান রাফী পরিচালিত একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তমা মির্জাকে। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এদিকে আগামী ঈদে এই তারকার ‘দাগি’ নামের একটি সিনেমা মুক্তি পাবে, যেটার পরিচালক শিহাব শাহীন।