কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২৫)।
শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন রুবেল রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল রুবেল জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলেই প্রাণ হারান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী মসজিদ সংলগ্ন মাঠে রুবেলের জানাজা হবে।