রাত পোহালেই বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন। গ্রহণযোগ্য করতে প্রস্তুত কমিশন। ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়া, বাকি সবার অভিযোগ রয়েছে নির্বাচনের পরিবেশ নিয়ে।
কদিন আগেই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে প্রশংসা কুড়িয়েছে নির্বাচন কমিশন। এবার চ্যালেঞ্জ বরিশাল ঘিরে।
বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রের ৮৯৪টি ভোট কক্ষে একটি করে সিসি টিভি কামেরা স্থাপন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন নির্বাচনী সরঞ্জাম। ৩০টি ওয়ার্ডের প্রতিটিতে ভোট নেয়া হবে ইভিএমে।
মেয়র পদে ৭ জন, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটার পৌনে ৩ লাখের বেশি।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়া অন্য সবাই। তবে নির্বাচন কমিশন বলছেন, শতভাগ সুষ্ঠু আছে ভোটের পরিবেশ।
জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ। কাল সকাল ৮টায় শুরু ভোটগ্রহণ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com