ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আমরা আপনাদের মতো মানুষ। আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন। আমরা রাতে পাহারা দিই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান।’ আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ স্লোগান সামনে রেখে ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা শুধু মনে করেন পুলিশ আসামি ধরে, এটা ঠিক না। আমরা আপনাদের মতো মানুষ। আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন। আমরা রাতে পাহারা দিই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমরা ব্যবসায়ী, বিনিয়োগকারী, সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ডিএমপি ঈদে, শীতে ও যেকোনো দুর্যোগে আপনাদের পাশে থাকে। আপনাদের পাশে থাকা আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। ঈদে নতুন কাপড় পরবে সবাই—এ চিন্তা করেই আমরা প্রতিবছর ঈদে আপনাদের পাশে দাঁড়াই।’
মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ‘মাদক সমাজে ভায়াবহ ক্যানসারে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে সফল হতে হলে অতীতের মতো আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক ব্যবসায়ীদের কোনো খবর জানা থাকলে পুলিশকে জানাবেন। মাদক ব্যবসায়ী যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না। ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান। ধরা পড়ছে মাদক ব্যবসায়ী। সেই সঙ্গে উদ্ধার হচ্ছে উল্লেখযোগ্য মাদকদ্রব্য। আসুন, সবাই মিলে জঙ্গিবাদের মতো মাদককে দমন করি।’
দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ১ হাজার ২০০ নতুন শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের পোশাক বিতরণ করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপপুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদারসহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।