চীন থেকে সোমবার (৩০ আগস্ট) মধ্যরাতে আরও ২০ লাখ করোনাভাইরাসের টিকা দেশে আসছে।
রাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান রাত সোয়া ১০টায় এ তথ্য জানান।
এর আগে ১৯ জুন দেশে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হয়। তখন এ টিকা দেওয়া হয় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের।