একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি। আজ রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি। রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।
এ ছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে।
এর আগেও বেশ কয়েকবার ঢাকা সফর করেছেন রেতনো এল মারসুদি।
কূটনৈতিক সূত্র জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এবারের ঢাকা সফরকালে আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা সঙ্কটও প্রাধান্য পাবে।
প্রসঙ্গত, রোহিঙ্গা সঙ্কট সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে ইন্দোনেশিয়া।