রাজের সিনেমায় তাহসান

:
: ৭ years ago

গায়কের পাশাপাশি নায়ক হিসেবেও বেশ জনপ্রিয় তাহসান। আর তারই জের ধরে এবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নাম ঘোষণা করেছেন নির্মাতা।

জানা গেছে, ‘যদি একদিন’ ছবিতে তাহসানকে দেখা যাবে ফয়সাল চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ আমার পছন্দের একজন নির্মাতা। তার পরিচালিত ছবিগুলো দেখেছি। আমরা একসঙ্গে নাটকে কাজ করেছি হাতেগোনা। এবার তার ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে।’

‘যদি একদিন’-এ তাহসানের চরিত্রটি কেমন? উত্তরে এই গায়ক-নায়ক তারকা বললেন, ‘আসলে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আরও। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলবো না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

এদিকে তাহসানকে ধন্যবাদ জানিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, ‘ফয়সাল চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি হতে যাচ্ছে ‘যদি একদিন’। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।