কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে এবার দেখা যাবে দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের বিপরীতে। ‘যদি একদিন’ নামে সেই ছবিটির পরিচালনা করেছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রথম সারির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোস্তফা কামাল রাজ খবরটির সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। ছবিতে তার চরিত্রের নাম অরিত্রী। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসবেন তিনি। এরই মধ্যে তার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 'যদি একদিন' ছবির শুটিং হবে বাংলাদেশে।
‘যদি একদিন’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি হতে যাচ্ছে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান ও তাহসান খান। ‘যদি একদিন’-এর চিত্রনাট্য লিখছেন মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com