ঝালকাঠি প্রতিনিধি ॥ “ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ” এ শ্লোগানে ঝালকাঠির রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়েছে।
আজ (৩১মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা (ভুমি) সহকারী অফিসার আনুজা মন্ডল।
এছাড়াও অরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ-আলম নান্নু, উপজেলা ক্রড়ী সংস্থার সহ-সভাপতি শাহজাহান মোল্লা, মঠবাড়ি মৎস্য জীবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহিদ শরীফ প্রমূখ। এর পূর্বে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য সড়ক র্যালী বের হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com