অনলাইন ডেস্ক :: ঝালকাঠির রাজাপুর থেকে এক হাজার তিনশ ১৫ পিস ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ আতিকুর রহমান বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে রাজাপুর উপজেলার নৈকাঠি বাজার থেকে আতিকুর রহমান বাবুকে আটক করা হয়। বাবু নাড়িকেল বাড়িয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮ এর একটি দল নৈকাঠি বাজারে অভিযান চালায়। এসময় মাদক কারবারি আতিকুর রহমান বাবুকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার তিনশ ১৫ পিস ইয়াবা ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
বরিশাল র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আটককৃত বাবু রাজাপুরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদের পরে রাজাপুর থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com